Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এলজিইডি সম্পর্কিত

বাগেরহাট জেলার মোট এলাকা 3 9 5২.11 বর্গ কিলোমিটার। সীমানা: উত্তরে গোপালগঞ্জ জেলা ও নড়াইল জেলা, দক্ষিণে বঙ্গোপসাগর, পূর্বে গোপালগঞ্জ জেলা, পিরোজপুর জেলা ও বরগুনা জেলা এবং পশ্চিমে খুলনা জেলা। জেলা প্রধান নদী পাঙ্গুচি, দারতানা, মধুমতি নদী, পাসুর নদী, হারিংহাট, মংলা নদী, বালেশ্বর, বঙ্গ্রা ও গোশৈখালী।
বাগেরহাট সদর (শহর) পৌরসভা 1958 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এতে 9 টি ওয়ার্ড এবং 31 টি মহল্লা রয়েছে। এটি 7.53 বর্গ কিমি এবং জনসংখ্যা 51504 এর একটি এলাকা; পুরুষ 52.24%, মহিলা 47.76%। শহরের মানুষের মধ্যে সাক্ষরতার হার 59.1%। শহরে একটি ডাকবাংলা এবং এক সার্কিট ঘর রয়েছে।
ঐতিহাসিক ঘটনাবলী খান জাহান আলী 14২9 খ্রিস্টাব্দে বাগেরহাট, খুলনা, যশোর, সাতক্ষীরা ও বরিশালকে আচ্ছাদন করে খালিফাবাদ নামে পরগনা স্থাপন করেন। শাট গম্বুজ মসজিদ রাজ্যের কেন্দ্রীয় প্রশাসনিক স্থান ছিল। তিনি একটি টাকশাল (পুদিনা), বেশ কয়েকটি মসজিদ নির্মাণ করেন এবং কয়েকটি দিঘি (হ্রদ) খনন করেন।

বাগেরহাট এক নজরে

এলাকা: 325 কিলোমিটার 22
উপজেলা রোড:  676.17 কিমি
ইউনিয়ন রোড:  506.79 কেএম
গ্রামের রাস্তা:  3003.49 কেএম ভিএ
  2581.57 কেএম ভিবি
জনসংখ্যা:  1515815 (1991)
ঘনত্ব:  382.90 কেএম 2
সাক্ষরতা:  44.30
উপজেলাঃ  9
ইউনিয়ন সংখ্যা: 75
পুরশাল সংখ্যা 3
প্রাথমিক বিদ্যালয় সংখ্যা: 859
উচ্চ বিদ্যালয় সংখ্যা: 233
কলেজ নম্বর  38