Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আমাদের অর্জন সমূহ

এলজিইডি-বাগেরহাট অর্জন

বাগড়হাট জেলার এলজিইডির অধীনে বিভিন্ন গ্রামীণ উন্নয়ন প্রকল্পের অধীনে উল্লেখযোগ্য অসাধারণ সড়ক ও সেতু।

     কাচুয়া-গাজালিয়া রোড (11.84 কেএম)।
     বারাকপুর-চুলকথী-পোলরহাট সড়ক (11.56 কিলোমিটার)।
     মংলা-জয়মনিরগোল চিল জিসি সড়ক (17.25 কেএম)।
     বনখালী-মোরেলগঞ্জ বাজার (1২.25 কিলোমিটার)
     কচুয়া-বানগ্রাম (বদল) - পিংগুড়া আরএইচডি রোড (1২.30 কিমি)।
     চরখুলিয়া-কাচুুরিয়া জিসি সড়ক (10.3২ কিলোমিটার)
     রাইন্ডা জিসি-বনখালী জিসি সড়ক (8.86 কিলোমিটার)
     ফয়লা-চক্ষ্রী জিসি সড়ক (6.96 কিলোমিটার)
     লাকপুর বাজার-থানা সদর দফতর (9.75 কিলোমিটার)
     চিতলমারী-বাকরগঞ্জ রোড (8.73 কিমি)
     দারাতানা ব্রিজের হরিখালি স্লুইস গেট (5.57 কিলোমিটার)
     বাগেরহাট-ডিম-রামপাল রাস্তা (17.00 কিমি)
     ফকিরহাট অডিটোরিয়াম ভবন।

 

এই জেলায় 40 টি উন্নয়ন কেন্দ্র রয়েছে, যার মধ্যে ২4 জিসি ইতোমধ্যে এলজিইডির বিভিন্ন আরডি প্রকল্পের দ্বারা উন্নত করা হয়েছে।

এছাড়া 75 টি ইউনিয়নের পরিষদ কমপ্লেক্স ভবনে এলজিইডির বিভিন্ন প্রকল্পে 48 টি ইউনিট গঠন করা হয়েছে।